কিছু কিছু দিন আছে
যা যায় মহাসুখে।
কিছু কিছু ক্ষন আছে,
যায় না তা মুছে।
না পাওয়ার বেদনায় থাকি সারাক্ষণ।
পাওয়ার উল্লাসটুকু
হারাতে কতক্ষন।
কি চেয়েছি,কি পেয়েছি,
মেলাতে হিসাব…….
জীবনের খাতায় আজ সাদামাটা ছাপ।
কিছু কিছু দিন আছে
যা যায় মহাসুখে।
কিছু কিছু ক্ষন আছে,
যায় না তা মুছে।
না পাওয়ার বেদনায় থাকি সারাক্ষণ।
পাওয়ার উল্লাসটুকু
হারাতে কতক্ষন।
কি চেয়েছি,কি পেয়েছি,
মেলাতে হিসাব…….
জীবনের খাতায় আজ সাদামাটা ছাপ।