শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জীবনের হিসাব : হাসনা জান্নাত মিকাত

কিছু কিছু দিন আছে
যা যায় মহাসুখে।
কিছু কিছু ক্ষন আছে,
যায় না তা মুছে।
না পাওয়ার বেদনায় থাকি সারাক্ষণ।
পাওয়ার উল্লাসটুকু
হারাতে কতক্ষন।
কি চেয়েছি,কি পেয়েছি,

মেলাতে হিসাব…….
জীবনের খাতায় আজ সাদামাটা ছাপ।