জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি নেতাকর্মীদের নিয়ে সমাধি প্রাঙ্গণে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর খালেদা জিয়া ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
এ সময় খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
পরে খালেদা জিয়া জাসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।