প্রস্তুতি ম্যাচেও ভক্তদের দাপুটে জয়ই দেখালেন বাংলাদেশ তারকারা। চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৮৮ রানে হারালো বিসিবি একাদশ। বুধবার জহুর আহমেদ মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে ২৮২ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ৪.৩ ওভার বাকি রেখে ১৯৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বিসিবি দলের ব্যাট হাতে একমাত্র অর্ধশতকটি হাঁকান জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়া নাসির হোসেন। টেস্ট সিরিজে ভুতুরে ব্যাটিং শেষে ফর্ম দেখালেন শামসুর রহমানও। এক রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেন এ ওপেনিং ব্যাটসম্যান। জিম্বাবুয়ে ইনিংসে একমাত্র অর্ধশতক হাঁকান চার ন্মবর ব্যাটসম্যান টিমাইসেন মারুমা। বিসিবি একাদশ দলের বল হাতে সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ ও আবুল হাসান পান দু’টি করে উইকেট। বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী শুক্রবার।