সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাহিদুল কবির চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নাছির উদ্দিন ঃ
চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মীরসরাই থানায় কর্তক্যরত অফিসার ইনচার্জ জাহিদুল কবির। একই সাথে রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবেও মীরসরাই থানা মনোনীত হয়েছে। বুধবার ১৭ জুলাই সকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে চট্টগ্রাম রেঞ্জের মাসিক আইনশৃঙ্খলা সভায় ওসি জাহিদুল কবির এবং মীরসরাই থানাকে রেঞ্জের শ্রেষ্ঠ হিসেবে ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের (বিপিএম পিপিএম) হাত থেকে জাহিদুল কবির উক্ত শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করেন। এসময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা এবং চট্টগ্রাম রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। অনুভুতি প্রকাশ করে ওসি জাহিদুল কবির বলেন, আমার এই পাওয়া ভালো কাজের স্বীকৃতি স্বরুপ। আমার এই অর্জনের যারা সহায়তরা করেছেন আমার সহকর্মীগণ, মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং আমার মীরসরাই থানা এলাকার বাসিন্দারা। আমি চাই আমারদের দ্বারা কেউ যেন নির্যাতিত না হয়। আমরা মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। এরকম কাজের মুল্যয়ন হলে কাজের প্রতি প্রত্যেকে আরো বেশি উদ্যমী হয়ে কাজ করবে।