ফ্রান্সের আল্পসে গত মঙ্গলবার বিধ্বস্ত হওয়া জার্মান বিমানের কো-পাইলটই বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন। এমন ধারণাই করা হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা।বিমানটির ‘ব্ল্যাকবক্স’ ভয়েস রেকর্ডারের তথ্য তুলে ধরে এক কৌঁসুলি বলেন, কো-পাইলট ককপিটে ছিলেন একা।
বিমানের ককপিট থেকে পাইলট বেরিয়ে যাওয়ার পর কো পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমান নিচের দিকে নামাতে থাকেন।
পাইলট পুনরায় ফিরে আসার সময় ককপিটের দরজায় বেশ কয়েকবার জোরে আঘাত করলেও তিনি ঢুকতে পেরেছিলেন কি না তা জানা যায়নি।
বিমানটির ব্ল্যাকবক্স থেকে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য উদ্ধার করা গেলেও বিধ্বস্ত হওয়ার কারণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সের সন্ধানে এখনো তৎপরতা চালানো হচ্ছে।