মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৪ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জামায়াত নেতা সুবহানের রায় যে কোনো দিন

sobahan_184260
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের চূড়ান্ত পর্যায়ের যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে এ আদেশ দেন। এর আগে গত ৩০ নভেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে ১৭ নভেম্বর যুক্তি উপস্থাপন শেষ করেন।
সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ নয়টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুবহানকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী।