বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জামায়াতের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই : হানিফ

images_105997

আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতে থাকবে না। বিএনপিই জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
গাইবান্ধা সার্কিট হাউসে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা করেন।হানিফ বলেন, বিএনপি যে ভুল করেছে তার খেসারত দিতে হবে। নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ নির্বাচিত সরকার। নির্দিষ্ট সময়ের আগে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না।এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শামস্ উল আলম হিরু মিয়া, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে মাহবুব-উল আলম হানিফ গাইবান্ধা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের বর্ধিত সভায় যোগ দেন।