জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।জানা গেছে, জাপার প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙাকে দলের প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি রংপুর মহানগর কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আর তাজুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম জেলা কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।উল্লেখ্য, সোমবার জাপার সংসদীয় দলের সভায় তাজুল ইসলাম চৌধুরী ও মশিউর রহমান রাঙা এরশাদের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। এমনকি জাপার মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার আগে এরশাদকেই মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছাড়তে বলেছিলেন।