জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর সুমোতোয় ছুরি নিয়ে চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে একটি কৃষি খামার ও সংলগ্ন ভবনে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।হামলা চালানোর অভিযোগে ৪০ বছর বয়সী বেকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তাতসুহিকো হিরানো বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, কাপড়ে রক্ত লেগে থাকা অবস্থায় হিরানোকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলের একটি বাড়ি থেকে ৫০ ও ৬০’র অধিক বয়সী দুই নারী ও ৬০’র বেশি বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।এছাড়া পাশের একটি ভবন থেকে ৮০’র বেশি বয়সী এক দম্পত্তির লাশও উদ্ধার করেছে পুলিশ।