সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাপানে অগ্ন্যুৎপাতে ৩০ পর্বতারোহীর মৃত্যু

image_134552.5xp9nb16

জাপানে শনিবারের অগ্ন্যুৎপাতের পর উদ্ধরকারীরা সংকটাপন্ন অবস্থায় যে ৩০ পর্বতারোহীদের উদ্ধার করেছিল তারা মারা গেছেন। শনিবার মাউন্ট অনটেকের আগ্নেয়গিরি থেকে হঠাৎ করেই লাভা উদগীরণ শুরু করলে শত শত লোক সেখানে আটকা পড়ে। রবিবার সকাল থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পাঁচ শতাধিক সেনা ও পুলিশ।বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, পর্বতারোহীদের যখন উদ্ধার করা হয়েছিল তখন তারা শ্বাস নিতে পারছিলেন না এবং তাদের হৃদযন্ত্রও বন্ধ হয়ে গিয়েছিল। পরে পরীক্ষার পর তাদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেই অনটেক এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তারা সেখানে আরো পর্বোতারোহীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এর আগে শনিবারের ওই অগ্নুৎপাতে কমপক্ষে ৪০ জন আহত এবং আরো ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছিল বিবিসি।