প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের টোকিও সফরের ফিরতি সফর হিসেবে আগামী আগস্টে ঢাকা আসতে পারেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। একাধিক কূটনৈতিক সূত্র মতে, শেখ হাসিনার আনুষ্ঠানিক আমন্ত্রণের জবাবে শিনজো আবে নিজেই ওই সময়টি প্রস্তাব করেছেন। ঢাকা আশা করছে, আগস্টের শেষ নাগাদ সফরটি হতে পারে।