মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় শোক দিবসে গোলকেরহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে গোলকেরহাট পাঞ্জুবের নেছা (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদ্যালয়ের ছাত্রীরা গান পরিবেশন এবং বক্তব্য প্রদান করে। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মাহমুদা আক্তারের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক রোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৪ নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহির উদ্দিন ইরান, ৪ নং ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ন সম্পাদক আরিফ মাহমুদ চৌধুরী লেলিন, অভিভাবক সসদ্য বেলায়তে হোসেন ও সিনিয়র শিক্ষক রতন চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট কাল রাত্রিতে শহীদ হওয়া সকলের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তারা বলেন, প্রত্যেক ছাত্রী যেন বঙ্গবন্ধুর আদর্শ লালন করে তাদের ভবিষ্যৎ জীবন যেন পরিচলনা করে এবং স্বাধীনতার সঠিক ইতিহাস জানার জন্য আহবান জানান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।