নিজস্ব সংবাদদাতা, ঃ “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে ২৭তম জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে “মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থণীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পরে মীরসরাই উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় মীরসরাই উপজেলা সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস প্রদান করা হয়।
উক্ত আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম চৌধুরী, মীরসরাই উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ সহ প্রমুখ।