পরিবেশ উন্নয়নে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক পেলেন বিশিষ্ট্য গণমাধ্যম ব্যক্তিত্ব ও ‘ইত্যাদি’র প্রাণপুরুষ হানিফ সংকেত। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকৃতিপ্রেমী, পরিবেশ সংগঠক ও পরিবেশ উন্নয়নে অবদান রেখেছেন এমন মানুষ ও প্রতিষ্ঠানকে খুঁজে এনে তাদের কর্মকাণ্ড তুলে ধরছেন হানিফ সংকেত। এসব মানুষের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের নান্দনিক প্রতিবেদন প্রচারিত হওয়ায় বহু মানুষ পরিবেশ সংরক্ষণে যেমন অনুপ্রাণিত হয়েছেন তেমনি পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দূষণরোধে কাজ করে নিজেকে গৌরবান্বিত করছেন। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে তিনি ইত্যাদিতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে গাছ উপহার দিচ্ছেন প্রায় দুই দশক ধরে। পাশাপাশি স্বল্প খরচে কিভাবে ফুল, ফল বা সবজি বাগান করা যায়, পরিবেশের ওপর বৃক্ষের প্রভাব কেমন, কোন বৃক্ষের কি উপকারিতা ইত্যাদি বিভিন্ন বিষয়ও বিনোদনের মাধ্যমে তিনি খুব সহজভাবে ইত্যাদিতে তুলে ধরেন। বিভিন্ন দেশী-বিদেশী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে টিভি স্পট নির্মাণ করে প্রচার করছেন। এসব কারণেই পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হানিফ সংকেতকে পরিবেশ শিক্ষা ও প্রচার (ব্যক্তিগত) ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক ২০১৪ প্রদান করা হয়।