শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় দিবসেও হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

44001_de

জাতীয় দিবসেও গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিশাল বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। হংকংয়ের নেতা সিওয়াই লিয়ুং বিক্ষোভ বন্ধের অনুরোধ করলেও, তাতে কর্ণপাত করছে না হংকংবাসী। বিশেষত, তরুণ শিক্ষার্থীদের মধ্যে বেশি উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এদিকে জাতীয় দিবসের প্রাক্কালে দেয়া এক বিবৃতিতে লিয়ুং বলেন, উন্নতির জন্য হংকংয়ের উচিত বেইজিংয়ের সঙ্গে কাজ করা। আজ সকাল থেকেই হংকংয়ের সড়কে বিক্ষোভকারীদের ঢল নামতে থাকে। মধ্যাহ্ন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রধান বাণিজ্যিক জেলা কজওয়ে বেই ও মং ককের সড়কে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। সারারাত ধরে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাত বিক্ষোভকারীদের স্পৃহা ও উদ্যমকে দমাতে পারেনি। ভোরে আকাশ পরিষ্কার হয় এবং বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিতে শুরু করেন। এদিকে লিয়ুং পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে বিক্ষোভকারীদের আহ্বান প্রত্যাখ্যান করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হংকংয়ে নিজেদের নিয়ন্ত্রণের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন। ১৯৯৭ সালে বৃটিশ উপনিবেশমুক্ত হয় হংকং এবং চীনের কাছে হংকংকে হস্তান্তর করে বৃটেন।