রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লেখক সাহিত্যিক মোহাম্মদ খালেদ ইয়ার কে বিদায়ী সংবর্ধনা ও কবিতা পাঠ আসর

15209038_1714517168866791_768630053_n 15240332_1714517182200123_80700151_n

আরব আমিরাত প্রতিনিধি :- জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাত শাখা সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট লেখক, সাহিত্যিক মোহাম্মদ খালেদ ইয়ার কে বিদায়ী সংবর্ধনা ও কবিতা পাঠ আসর জাতীয় কবিতা মঞ্চও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখার উদ্যেগে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। জাতীয় কবিতা মঞ্চও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখার সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা সভাপতিত্বে এবং কবি মোহাম্মদ শাওয়ার হোসেন বুকলরে সঞ্চালনায় এই বিদায়ী সংবর্ধনা ও কবিতা পাঠ অসর অনুষ্টান হয় । আরব আমিরাত রাজধানী আবুধাবী শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন জাতীয় কবিতা মঞ্চও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখা পক্ষে থেকে লেখক, সাহিত্যিক মোহাম্মদ খালেদ ইয়ার কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে। গত ২৭নভেম্বর রোজ রবিবার আবুধাবীস্থ তৌহিদ রেস্টেুরেন্টে বিদায়ী সংবর্ধনা এ অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা রাত ৯ টায়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়।তিন ঘণ্টার এই আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি ও কবিতা পাঠ । বিদায়ী সংবর্ধনা টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন করবেন মিরসরাইয়ের কৃতি সন্তান, বাংলাদেশে বিশিষ্ট কবি ও কথা -সাহিত্যিক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নিয়ে লিখেছেন দীর্ঘ ৫ শতাধিক পৃষ্ঠার কবিতার গ্রন্থ ‘ টুঙ্গিপাড়ায় জন্ম তোমার’ বইয়ে লেখক কাইয়ুম নিজামী। অনুষ্ঠানের এক পর্যায়ে কবিকে ফুল দিয়ে মঞ্চে স্বাগত জানান জাতীয় কবিতা মঞ্চও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখা,সাধারণ সম্পাদকও কবি নজরুল সাহিত্য পরিষদ, আরব আমিরাত শাখা সভাপতি, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না । স্বাগত বক্তব্যে তিনি বলেন, লেখক, সাহিত্যিক মোহাম্মদ খালেদ ইয়ার মাটি ও মানুষের কবি, আর্ত-নিপীড়িতের কবি ও লেখক , প্রকৃতি ও ভালোবাসার কবি। তাঁর কবিতা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কবির উপস্থিতি আমাদের সংগঠনের অনুষ্ঠানকে আরো আনন্দমুখর করে তুলেছে। শুভেচ্ছা বক্তব্যে রাখেন জাতীয় কবি মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, সহ সভাপতি, কবি ও সাংবাদিক ওবাইদুল হক বক্তব্যে বলেন নবীনদের অন্তরে সাহিত্য আলো জ্বালাবার দায়িত্ব নিয়ে একদিন এসে ছিলেন জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাত শাখার উপদেষ্টা হয়ে যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল; অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে সাহিত্য জ্ঞানের স্নিগ্ধ আলো। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনার মত মহান লেখক কে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাজহার উল্ল্যাহ মিয়া বলেন বিদায়ী গুরুজন,ফাগুন বেলা, শোভিত শিমুল-পলাশের বন, কোকিলের কুহুতান। বসন্তের এমনি এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন আরব আমিরাতে এক জন গুণি মানুষ হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। -মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন; আমাদের চোখ আজ অশ্ত্রু আমাদের হৃদয়ু ছল ছল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালন মিয়া তালুকদার, সাহিত্যিক ডাঃ শামসুর রহমান প্রবাসী কবি-সাংবাদিক, কাশফুল সম্পাদক মোহাম্মদ এনামুল হক, মাই টিভি আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক সিরাজুল হক,কবি জানে আলম জাহাঙ্গীর, শিল্পী ও সুরকার প্রকৌশলী নজরুল ইসলাম,মোহাম্মদ জাফর উদ্দিন ভূূইয়া, মোহাম্মাদ আরিফুল ইসলাম বাবু প্রমূখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি মোহাম্মদ আলী মীর্জা,কবি নুরুল আমিন, মোহাম্মদ আরিফ, জাহিদুল ইসলাম,মোহাম্মদ জসীম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি এস, এম, তরিকুল ইসলাম, কবি জানে আলম জাহাঙ্গীর কবি কালন মিয়া তালুকদার, কবি মোহাম্মদ সাখায়াত হোসেন বকুল। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ইউ এ ই বাংলা ব্যান্ডের পরিচালক বিশিষ্ট শিল্পী ও সুরকার, প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার দল। বিশিষ্ট লেখক, সাহিত্যিক মোহাম্মদ খালেদ ইয়ার তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর একপ্রান্তে বাংলাদেশ। অপর প্রান্তে আরব আমিরাত তে বসবাসরত বাঙালিদের সংস্পর্শে এসে মনে হচ্ছে আমি যেন বাংলাদেশেই আছি। আরব আমিরাতে প্রবাসীরা বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে আগলে ধরে আছে যা বাংলাদেশেরই গর্ব। তিনি আরো বলেন, আমি বাংলাকে, বাংলা ভাষা, কবিতা ভালোবাসি। আমি যেন কবিতা লেখা লিখতে লিখতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বাংলা ভাষা ও সাহিত্যে মাইকেল, রবীন্দ্রনাথ এবং নজরুলের অবদানের কথা তিনি বিশেষভাবে স্মরণ করেন। জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাত শাখা সম্মানিত সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা সমাপনীয় বক্তব্যে বলেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক মোহাম্মদ খালেদ ইয়ার, আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ; আমাদের চোখ আজ আশ্ত্রুসজল । স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়ত কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি; আমাদের কথায় বা আচরণে হয়ত কষ্ট পেয়েছেন। আজ এ বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবী- আপনি আমাদের ক্ষমা করে দেবেন। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ- পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা।