শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতিসংঘ সদর দপ্তরে লাউঞ্জ পেল বাংলাদেশ মিশন

image_158945.un-bijoy-dibosh
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ লাউঞ্জ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ মিশন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হবে এই লাউঞ্জের। জাতিসংঘের মহাসচিবের পক্ষে উপমহাসচিব জ্যান এলিয়াসন ও প্রতিনিধি দেশগুলোর সদস্য বাংলাদেশ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, সদরদপ্তরের মূল ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ লাউঞ্জে থাকবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের ধারক নানা ছবি, সাজ-সরঞ্জাম। মাতৃভাষার জন্যে অকাতরে প্রাণ বিসর্জনসহ একাত্তরে মুক্তিযুদ্ধের ঐতিহ্যের স্পষ্ট প্রকাশ ঘটবে এই লাউঞ্জে। তিনি বলেন, লাউঞ্জের আয়তন খুব বেশি না হলেও জাতিসংঘে সদস্যপদ লাভের ৪০ বছর পর নিজেদের পৃথক একটি জায়গা পাওয়ার আনন্দই অন্যরকম। বাংলাদেশ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি জানাতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।এদিকে শিকাগোতে শেখ মুজিব ওয়েতে বিজয় দিবসের বর্ণাঢ্য এক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে শিকাগোর অনরারি কনসাল জেনারেল মুনীর চৌধুরী জানিয়েছেন। বিজয়ের দিনে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে পুরো রাস্তা। বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালন করা হবে বলে তিনি জানান। এ ছাড়া নিউ ইয়র্ক শহরের ডাইভার্সিটি প্লাজায় বিজয় দিবসের বিকেলে হবে সমাবেশ। মুক্তিযোদ্ধা-জনতার এ সমাবেশে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। লস এঞ্জেলেস শহরে লিটল বাংলাদেশ বিজয়মেলা আয়োজনের প্রস্তুতিও পুরোদমে এগিয়ে চলেছে বলে জানা গেছে।