Saturday, February 8Welcome khabarica24 Online

জলাবদ্ধতা নিরসনে খালখনন উদ্বোধন : গ্রামবাসীর মিষ্টি বিতরণ

 

মামুন নজরুল :: জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের মীরসরাইয়ে দীর্ঘদিন পর গোভনিয়া খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আবুতোরাবস্থ সরকারটোলা এলাকায় খালকাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন। আর গ্রামবাসী তাদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে এই আনন্দে বিতরণ করলো মিষ্টি। দূর্ভোগ নিরসনের পূর্বেই এ যেন গ্রামবাসীর আনন্দাশ্রু ।


জানা গেছে, দীর্ঘদিন ধরে এই খাল খনন না করার ফলে অনেকাংশে ভরাট হয়ে যায়। গত কয়েক বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে খালে পানি চলাচল না করায় গোভনীয়া, মায়ানী, মঘাদিয়ার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় পুরো এলাকা। উক্ত খাল খনন কাজের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, বিএডিসি মীরসরাই (ক্ষুদ্রসেচ) উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, মঘাদিয় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিন, মঘাদিয়ার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান সাইফুল, থানা যুবদল নেতা এস এম সুমন, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজ জেরিন বলেন, মীরসরাই অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলে পানি উঠে যায়। আমরা এসব খালের পুনঃখননের কাজের উদ্যোগ গ্রহণ করেছি। ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হবে।
দীর্ঘদিন পর খাল খননের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের স্বস্থি প্রকাশ করতে দেখা গেছে । গোভনীয়া এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন বলেন, আমাদের এই গ্রাম সামান্য বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়ে। দীর্ঘদিন খননের অভাবে খালটি অনেকাংশে ভরাট ও দখল হয়ে যায়। আমি উপজেলা প্রশাসনের কাছে দাবী জানাবো তারা যেন খাল খননে অনিয়ম রোধে তদারকি ও দখল হয়ে যাওয়া খাল যেন উদ্ধার হয়। এই খাল খনন হলে আর বন্যায় ঢুবতে হবে না কয়েকটি গ্রামকে সেই আনন্দে যেন আত্মহারা গ্রামবাসী সেই কৃতজ্ঞতায় অনেকেই ইউএনও মাহফুজা জেরিন এর এই উদ্যোগকে স্বাগত জানান ও আবেগে আনন্দাশ্রু দিয়ে শুভেচ্ছা জানান।