Saturday, December 14Welcome khabarica24 Online

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের চমক

image_139718.photo+8
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল বাছাইয়ে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কোচ রব্বানী ম্যাচ শুরুর আগে কম গোল খাওয়ার প্রত্যয়ের কথা বললেও ঘটলো যেন উল্টোটা। কোচের কথা অনুযায়ী জয় ছিল দুষ্প্রাপ্য অথচ পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য ছিল দেখার মতো। ৪৬ মিনিটেই গোলের সুযোগ এসেছিল কিন্তু দারুণ এই সুযোগ কাজে লাগাতে পারেনি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল অধিনায়ক মনিকা চামকা। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তার দুই ডিফেন্ডার কাটিয়ে ঢুকে পড়ে জর্ডানের পেনাল্টি বক্সে। তাকে বাজেভাবে ট্যাকল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। ৭০ পেনাল্টি থেকে গোল করেন সানজিদা আক্তার। ম্যাচের শেষেরভাগে গোল করার আরো একটি সুযোগ পাওয়া গেলেও গোল হয় নি।দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের জালে ৯-০ গোলের উৎসব করেছে ইরানের মেয়েরা। দলের জয়ে হ্যাটট্রিক করেন ফাতেমেহ ঘাসিমি ও ফাতেমেহ ঘেরাইলি। ঘাসিমি ৪টি, ঘেরাইলি ৩টি ও ফাতেমেহ মাজিদি ও হাজর দাবঘি ১টি করে গোল করেন।