রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জনগণকে ভয় পায় বলেই সমাবেশের অনুমিত দিচ্ছে না সরকার

image-2_99878

জনগণকে ভয় পায় বলেই সভা সমাবেশের করার অনুমিত দিচ্ছে না সরকার। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডসহ সারা দেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে শনিবার রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ ও মাতুয়াইল- এই চার জায়গার যে কোন একটিতে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু নিরাপত্তার অজুহাতে পুলিশ এখনো সমাবেশের অনুমতি দেয়নি। এ সময় আগামীকালের সমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘আজ বেলা ২টার মধ্যেও যদি অনুমতি দেয়া হয় তাহলে সমাবেশে কমপক্ষে ৫ লাখ লোক হবে। তা না হলে জীবনে কোনদিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেব না। এটা আমাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য না। এটা সাধারণ মানুষের জন্য সমাবেশ। ডেমরার যেকোনো জায়গায় অনুমতি দেয়া হোক, প্রয়োজনে বঙ্গভবন বা গণভবনে দিলেও আমাদের আপত্তি নেই।