জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করতে যাচ্ছে পাকিস্তান দেশবাহিনী। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদরদফতরে আজ এক বৈঠকে সেনাপ্রধান রাহীল শরীফ এ সিদ্ধান্ত নেন। খবর ডন’র সন্ত্রাসীদের গ্রেফতার ও দেশজুড়ে তাদের গতিবিধির উপর নজর রাখা এবং এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ট্রেনিং প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে সেনাবাহিনীর আজকের বৈঠকে। সন্ত্রাসীদের নেটওয়ার্ককে ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সেনাপ্রধান রাহীল শরীফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের উৎসর্গগুলো বৃথা যেতে পারে না।