ছিনতাই বা জালিয়াতি নয় এখন প্রকাশ্যে ভোট ডাকাতি হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, একবার উলঙ্গ হলে যেমন লজ্জা থাকে না তেমনি ৫ই জানুয়ারির নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও ভোট ডাকাতি করতে লজ্জাবোধ করছে না আওয়ামী লীগ। এখন আর কেবল জাল ভোট দিচ্ছে না দিন দুপুরে জনগনের ভোট ডাকাতি করছে। গণতন্ত্রকে শুধু এখন লাশ হিসেবে ঘোষণা দেয়া বাকি রেখেছে এই সরকার। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ‘নির্বাচন কমিশন স্বাধীন’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, তারা এমনই স্বাধীন যে স্বাধীনভাবেই প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসরণ করছে। সরকার যা বলছে তারা তাই করছে। ‘মানুষ উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছে’ বলে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী আহমেদ। তিনি বলেন, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা উৎসাহ উদ্দীপনা সহকারেই প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতি করছে। সংবাদ সম্মেলন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মাগুরা জেলা বিএনপি সভাপতি কবীর মুরাদ সহ গত কয়েকদিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের নিন্দা জানান। ওদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নির্বাচন সুষ্ঠু হওয়ার দাবি করে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানান। সেই সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আজকের সংবাদপত্রগুলো ভালোভাবে দেখুন তারপর মন্তব্য করুন। সৎ সাহস থাকলে বলুন সংবাদপত্রগুলো যে সংবাদ প্রকাশ করেছে তা মিথ্যা। এদিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা নির্বাচনের আসল দৃশ্য সকল জাতীয় সংবাদপত্রে এসেছে। সুতরাং সরকারের পক্ষ থেকে যতই বলা হোক নির্বাচন সুষ্ঠু হয়েছে জনগণের কাছে সেই মিথ্যাচার প্রহণযোগ্য হবে না। কারণ আসল সত্যটা মানুষ জানে।