রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ছাত্ররা আন্দোলন করতে চাইলে ও তাদের বাধা দেয়া যাবে না, বরং একাত্মতা প্রকাশ করতে হবে : মাহবুব উর রহমান রুহেল

নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’র এক মত বিনিময় সভা বৃহস্প্রতিবার ( ১ আগষ্ট ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। এসময় তিনি তাঁর বক্তব্য প্রদানকালে বলেন দেশব্যাপী এই সন্ত্রাস ও নাশকতা ছাত্র আন্দোলনের সূত্র ধরে শুরু হলে ও প্রকৃত অর্থে সরকারের প্রাথমিক কিছু সিদ্ধান্তের দায় স্বীকার করেন তিনি। তিনি বলেন ‘ ছাত্রদের আন্দোলনের শুরুতেই ওদের সাথে কথা বলে ওদের কি দাবী তার প্রতি সম্মান জানালে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। কিন্তু আমাদের দূরদর্শিতার অভাবেই বিএনপি জামায়াতের ওত পেতে থাকা দুস্কৃতিকারীরা দেশের অনেক মূল্যবান সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে’। জনাব রুহেল বলেন ‘এমনকি দেশের যে কোন স্থানে বা মীরসরাইয়ে ও আবারো ছাত্ররা আন্দোলনে নামতে পারে। তখন তাদের উপর কোন প্রকার খারাপ আচরন করা বা চড়াও হওয়া যাবে না, বরং তাদের দাবীর সাথে নিজেরা ও একাত্মতা প্রকাশ করে সবাই একসাথে সহমর্মিতা দেখাতে হবে। এমটি যদি ঢাকা ও হতো আজ এমন অবস্থা দেখতে হতো না। তিনি আবার এ ও হুশিয়ার করেন তাই বলে জামায়াতের নাশকতাকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।

 

তিনি শোকের মাস আগষ্টে মাসব্যাপী জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি সহ ১৫ আগষ্ট বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষনা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির এর সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই থানার ওসি শহিদুল ইসলাম, জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, চেয়ারম্যান সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দিন দিদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, উপজেলা যুবলীগ সভাপতি মাঈনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা, যানবাহন শ্রমিক প্রতিনিধি জামাল উদ্দিন, গনমাধ্যম প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিগন প্রমুখ। আলোচনার পূর্বে এমপি মাহবুব উর রহমান রুহেল উপজেলা চত্বরে শোকের মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী অর্পন করেন।