Saturday, February 8Welcome khabarica24 Online

ছাগলনাইয়ায় হেল্পিং মাইন্ডের সম্মাননা, শীতবস্ত্র ও পুরষ্কার বিতরণ

সালমান হোসেন ::15673409_721768981309502_1584652057_n “মানুষ মানুষের জন্য, মানবতা মানবতার জন্য” এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়ায় সম্মাননা, শীতবস্ত্র ও কুইজের পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং মাইন্ডের উদ্যোগে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার। হেল্পিং মাইন্ড’র সভাপতি ও চট্টগ্রাম সিটি কলেজ’র সহকারী অধ্যাপক মোঃ মোস্তাক হোসেন’র সভাপতিত্বে ও সদস্য জয়নাল আবেদীন বাপ্পির পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সমাজকর্মী সাইফুল ইসলাম নেছার, ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবঃ ল্যাফঃ নেফাল চন্দ্র নাথ, আব্দুস সালাম সরকার, বর্তমান প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, গনপাঠাগারের সাধারণ সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, বর্তমান সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারি, হেল্পিং মাইন্ডের সদস্য মোঃ আরিফ, মোঃ কামরুল হাসান, মানছুর আলম, মিজানুর রহমান পরশ, জিয়াউল হক বাবলু, রাহাদ, শাহাদাত, সালমান হোসেন, আব্দুল মোমিন, ইমাম হোসেন, জাহিদুল হক অনিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ৯ জনকে বিশেষ সম্মাননা, শতাধিক গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কুইজ প্রতিযোগিতায় ৬০ জন বিজয়ীর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।