সম্প্রতি ফেসবুক ছবির সৌন্দর্য বৃদ্ধির জন্য এক নতুন ফিচার চালু করেছে। এই ফটো অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইউজাররা তার মোবাইল থেকে কোন ছবি আপলোড করলে ফেসবুক অটোম্যাটিক্যালি ছবিটির আলো, ছায়া এবং সাধারণ স্বচ্ছতার মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি করে ছবির বৈশিষ্ট্যকে নতুন আঙ্গিকে ফুটিয়ে তুলবে। ফলে নতুন করে ছবি এডিট করার প্রয়োজন পড়বেনা। যদিও এখনও পর্যন্ত শুধুমাত্র আইফোন ব্যবহারকারীরা এই আপগ্রেড ফিচারের সুবিধা উপভোগ করতে পেরেছেন। এই অ্যাপের সাহায্যে কোন ছবি পরিবর্তন করা হলে তা চাইলে আবার অপসারণ করাও সম্ভব। খুব শিগ্রই অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই আপগ্রেড ফিচার উপভোগ করতে পারবেন। ফেসবুকের এই ফিচার কেবল মোবাইল ব্যবহারকারীদের জন্য এটি ডেস্কটপের জন্য কাজ করবেনা।