বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চৌদ্দগ্রামে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

accident_99580

কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাতপুরে বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চারজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ দুঘর্টনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন মহিলা ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর সেনবাগ থেকে কুমিল্লাগামী এ্যাম্বুলেন্সের সাথে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চার অ্যাম্বুলেন্স যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধারর করে ময়নাদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পেরণ করা হয়েছে।