জন টেরির উত্তরসূরি হিসেবে চেলসিতে হয়তোবা একদিন সেস ফ্যাব্রেগাসকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ হোসে মরিনহো।
এবারের গ্রীষ্মে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেবার পর থেকেই অসাধারণ খেলছেন ফ্যাব্রেগাস। সব ধরনের প্রতিযোগিতায় ব্লুজদের হয়ে ১১টি ম্যাচে তিনি নয়টি গোলে সহযোগিতা করেছেন। অনেক আর্সেনাল সমর্থকই তাদের সাবেক আইডলের এই দুর্দান্ত পারফরমেন্সকে হতাশা এবং দুঃখ নিয়েই উপভোগ করতে বাধ্য হচ্ছেন। আর তাই ওপর টেরির স্থানে ফ্যাব্রেগাসকে দেখতে যাবার মরিনহোর এই ইঙ্গিত তাদের হতাশাকে অবশ্যই আরো বাড়িয়ে দেবে। স্থানীয় টেলিভিশনে মরিনহো বলেছেন, ফ্যাব্রেগাস দারুণ একজন ফুটবলার। মানুষ হিসেবেও সে অসাধারণ এবং দারুণ পেশাদার। এখন আমি বুঝতে পারছি কেন ১৯, ২০ কিংবা ২১ বছর বয়সে সে আর্সেনালের অধিনায়ক ছিল। চেলসির ম্যানেজার হিসেবে আমি বলতে চাই অধিনায়কের দায়িত্ব আমি এমন একজনের কাছে দেখতে চাই যা দীর্ঘদিন ধরে রাখা যাবে। কিন্তু একটি বিষয় হচ্ছে অধিনায়কের সাথে ম্যানেজারের অবশ্যই সখ্যতা থাকতে হবে, ফ্যাব্রেগাস সে ধরনেরই একজন খেলোয়াড়।
এবারের গ্রীষ্মে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেবার পর থেকেই অসাধারণ খেলছেন ফ্যাব্রেগাস। সব ধরনের প্রতিযোগিতায় ব্লুজদের হয়ে ১১টি ম্যাচে তিনি নয়টি গোলে সহযোগিতা করেছেন। অনেক আর্সেনাল সমর্থকই তাদের সাবেক আইডলের এই দুর্দান্ত পারফরমেন্সকে হতাশা এবং দুঃখ নিয়েই উপভোগ করতে বাধ্য হচ্ছেন। আর তাই ওপর টেরির স্থানে ফ্যাব্রেগাসকে দেখতে যাবার মরিনহোর এই ইঙ্গিত তাদের হতাশাকে অবশ্যই আরো বাড়িয়ে দেবে। স্থানীয় টেলিভিশনে মরিনহো বলেছেন, ফ্যাব্রেগাস দারুণ একজন ফুটবলার। মানুষ হিসেবেও সে অসাধারণ এবং দারুণ পেশাদার। এখন আমি বুঝতে পারছি কেন ১৯, ২০ কিংবা ২১ বছর বয়সে সে আর্সেনালের অধিনায়ক ছিল। চেলসির ম্যানেজার হিসেবে আমি বলতে চাই অধিনায়কের দায়িত্ব আমি এমন একজনের কাছে দেখতে চাই যা দীর্ঘদিন ধরে রাখা যাবে। কিন্তু একটি বিষয় হচ্ছে অধিনায়কের সাথে ম্যানেজারের অবশ্যই সখ্যতা থাকতে হবে, ফ্যাব্রেগাস সে ধরনেরই একজন খেলোয়াড়।