নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় চুরি ও ডাকাতি রোধে মীরসরাই থানার উদ্যোগে সচেতনতা কার্যক্রম উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় এ সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির। এসময় তিনি সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি, সতর্কীকরণ উক্তি সংবলিত স্থায়ী সাইনবোর্ড, বিভিন্ন নির্দেশনামূলক গণমুখী কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর, হাদিফকিরহাট এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন করে সচেতনমূলক প্রচারণা চালানো হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, পুলিশ পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশগুপ্ত, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন কুমার দে, এসআই আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।