চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মাটি চাপা পড়ে ১৫০ জন মারা গেছে। আহত হয়েছে ৭৯ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ইউনান প্রদেশের ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে উনপিংয়ে ভূপৃষ্ষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হনে। স্থানীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ধসে পড়ে লোকজন আটকা পড়েছে। স্থানীয় টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, বিগত ১৪ বছরের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্প এটি।
প্রসঙ্গত, ১৯৭০ সালে ইউনান প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে ১৫ হাজার লোক মারা যায়।