দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে আজ ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল দিবাগত মধ্যরাত ১টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি। খবর দ্য হিন্দুর ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল দেশটির পুত্রে শহরের ৩৩ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১২৮ কিলোমিটার গভীরে।