নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দের আহার’সংগঠন ও লিও ক্লাব অব চিটাগাং খুলশী ব্লু’র যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার ( ৩মে) দুপুরে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা রেল স্টেশনে ছিন্নমূল ও অসহায় পথশিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে তাদের মিষ্টিমুখ করানো ও খাবার বিতরণ করা হয়। এইদিন প্রায় অর্ধশত শিশুদের মাঝে খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
মিষ্টিমুখ ও খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন
লিও শাহাদাত হোসেন, লিও জুয়েল দাশ, লিও কামরুল ইসলাম। এছাড়া আনন্দের আহার সংগঠনের পরিচালক সাদেক, পরিচালক তানজিদ, সদস্য কায়সার, ইমাম, আকবর, গিয়াস,সাজ্জাদ, কামরুল, বাবলু, ইমার,রোহান,আরমান, রেদোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
খাবার পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি সংগঠনের নেতৃবৃন্দ।