নির্মাণাধীন পদ্মা সেতু আমাদের গর্ব। মজার তথ্য হল, গ্রামবাংলার সাধারণ মানুষ বছরে চায়ের পেছনে যে টাকা খরচ করে তা দিয়ে আরও একটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। কী, অবাক হয়ে যাচ্ছেন তো! আসুন হিসেবটি করা যাক- কীভাবে চায়ের দামে নির্মাণ হতে পারে পদ্মা সেতু’র মতো সুবিশাল অবকাঠামো।