Sunday, January 19Welcome khabarica24 Online

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রের চালান আটক

chala

শিবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিতে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আজ রোববার সকাল সোয়া ৮টার দিকে এই আটক করা হয়।চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা অস্ত্রসহ এই ব্যক্তির নাম আলাউদ্দীন (৫০)। তিনি একই উপজেলার চামাটোলা গ্রামের বাসিন্দা।র‌্যাব-৫-এর অধিনায়ক মাহাবুব আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আসা অস্ত্রের একটি চালান নিয়ে যাওয়া হচ্ছে বলে র‍্যাবের কাছে সংবাদ আসে। এর ভিত্তিতে আজ সকালে রানীহাটি এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫-এর একটি দল। এ সময় বাইসাইকেলে করে অস্ত্রের চালান নিয়ে যাওয়ার পথে আলাউদ্দীনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ১৪০টি গুলি উদ্ধার করা হয়।

আটক আলাউদ্দীন এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‍্যাব কর্মকর্তারা।