বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চাঁদাবাজির কথা স্বীকার, যাত্রী ভোগান্তিতে ক্ষমা চাইলেন মন্ত্রী

obaidul-kader-e1412488939730_156664
বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হওয়ার কথা স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে ক্ষমা চাইলেন তিনি। রোববার সকাল সাড়ে এগারটায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজারগুলোতে চাঁদাবাজি হয়েছে এ অভিযোগ আংশিক সত্য, অনেক জায়গায় হাটে চাঁদাবাজি না হলেও রাস্তায় পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করা হয়েছে। যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ঈদ ও পূজাকে ঘিরে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে এটা সত্য। এজন্য আমি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। জনসাধারণের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। তবে আমরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চেষ্টা করেছি। ভাড়া বেশি আদায়ের ব্যাপারে তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে ভাড়া বেশি না নিলেও রাস্তায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়ে। এতে যাত্রীদের বেশি ভাড়া দিয়ে যেতে হয়েছে।ওবায়দুল কাদের বলেন, এবার ঈদ ও পূজা এক সঙ্গে হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া খুব চ্যালেঞ্জিং ছিল। তার পরও প্রশাসন তিন ভাগে ভাগ হয়ে এ পরিস্থিতি সামাল দিয়েছে। এ সময় মন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করায় পুলিশ, র্যাব, আনসার, মালিক-শ্রমিক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।