এই যে আকাশ ভাগাভাগি
কাঁটাতারে জমিন ঘেরা
জবরদখল খবরদারিতে
ক্ষমতাধর ব্যবসায়ীর দল
এই যে তোমাদের ঔদ্ধত্যের
সীমাপরিসীমা ছাড়িয়ে যাওয়া কণ্ঠনালী
কোন ক্ষমতায় ঘুঘু পাখি বাঁধলো বাসা !
বেশ তো চলছিল
মানবতার কথা বেচে কিনে
কোন সে অদৃশ্য শক্তি শুষে নিচ্ছে বাতাস
কার ঋণে কিসের ঋণে!
দেখো লাশের গন্ধে নিরবে কাঁদছে মানুষ
রাতজাগা কুকুর হয়ে
ক্ষয়ে যাচ্ছে লক্ষ কোটি প্রাণ
হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে অমানুষের পাপে
ধাপে ধাপে এগোবে ক্লান্ত পৃথিবী
মৃত নক্ষত্রের পথে
পৃথিবী ভুগছে দেখো ভীষণ অসুখ
কোথায় যাবে তুমি, কোন মহাদেশে?
…………………………………………………..
যদি গোলাপ চুরি হয়
…………
তোমার পায়ের নিচে
গাঢ় সবুজ গালিচা
পরনে সূর্য ছাপা সৌখীন শাড়ি
সেখানে পাল তোলা নৌকা
বাতাস ঝিরিঝিরি,মাঝির ভাটিয়ালী
আমার আত্মজার আকাশে
মেঘের আনাগোনা
যদি লুটে নেয় দশানন দিগন্তের
আলো,পায়ের তলা যদি রঞ্জিত
হয় বাবলা কাঁটায়
বস্ত্রহরণ হয় যদি নতুন কায়দাকানুনে
তবে এই সভ্যতার বিনির্মাণে ভেসে কী
লাভ বলো!
ঝড় জল বন্যায় আমার দুখিনী মা
সেই বেশ ভালো ছিলো।
আমার গোলাপ চুরি গেলে
আমাদের বাগান তছনছ হলে
কে ফোটাবে নতুন ফুল ?