শপথ নিয়েও নবনির্বাচিত চট্টগ্রাম সিটি করপোরেশন কাউন্সিলরা এখনই দায়িত্ব পাচ্ছেন না। এজন্য আগামী ২৬ জুন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে মেয়রের দায়িত্ব গ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।সূত্র জানায়, ২০১০ সালের ১০ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৬ জুন শপথ গ্রহণের পর করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেন মেয়র মনজুর আলম ও কাউন্সিলররা। সে হিসেবে পাঁচ বছর পূর্ণ হচ্ছে চলতি বছর ১০ জুন। ২৬ জুন দায়িত্বকাল শেষ হবে মেয়র ও কাউন্সিলরদের। ফলে বিধি অনুযায়ী ২৬ জুনের পর দায়িত্ব গ্রহণ করতে পারবেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, বিধি অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগে মেয়র থেকে পদত্যাগ করেছেন এম মনজুর আলম। কিন্তু করপোরেশনের কোনো কাউন্সিলরকে পদত্যাগ করতে হয়নি। যাদের মধ্যে অনেকে আছেন আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।তিনি বলেন, দায়িত্বকাল শেষ না হওয়া পর্যন্ত আগের কাউন্সিলররাই করপোরেশনের দায়িত্ব পালন করবেন। ফলে নবনির্বাচিত কাউন্সিলররা এর আগে দায়িত্ব গ্রহণ করতে পারছে না। ফলে আরো দেড় মাস সময় কাটাতে হবে কাউন্সিলরদের।পদত্যাগ করার কারণে ভারপ্রাপ্ত মেয়র সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করলেও পাঁচ বছর পূর্ণ না হওয়ায় নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিয়মানুযায়ী তাঁকেও দেড় মাস অপেক্ষা করার কথা।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, নিয়মানুযায়ী নবনির্বাচিত মেয়রও মেয়াদপূর্তির আগে দায়িত্ব গ্রহণে বাধা রয়েছে। তবে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন। কিন্তু কাউন্সিলররা এখনই দায়িত্ব নিতে পারছেন না।