Saturday, February 8Welcome khabarica24 Online

চট্টগ্রাম রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হওয়ায় মীরসরাই প্রেস ক্লাবের শুভেচ্ছা

522526794_n
নিজস্ব প্রতিনিধি ঃ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় কর্মরত ওসি জাহিদুল কবির চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় গতকাল মঙ্গলবার ( ২১ মার্চ) সন্ধ্যায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় মীরসরাই প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক আজাদী) বলেন দেশের আইনশৃংখলা রক্ষায় ঠিক এভাবেই দেশের সকল পুলিশ সদস্যগন অবদান রাখলে আজ পুরো দেশ এর সকল নাগরিক সুশৃংখলায় আবদ্ধ হতে পারবে। স্থানীয় সংবাদকর্মীগন পুলিশ বিভাগের এমন উৎসাহমূলক উদ্যোগকে স্বাগত জানান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী ( দৈনিক ইত্তেফাক), রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ), রণজিত ধর ( দৈনিক সংবাদ), নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা), মোঃ ইউসুফ ( ভোরের কাগজ), নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ), সাহাব উদ্দিন ( দৈনিক ডেসটিনি), আনোয়ারুল হক নিজামী ( ভোরের ডাক), শরিফ উদ্দিন শিবলু ( দৈনিক জনতা) শফিকুল ইসলাম ( প্রেস বিডি), ইমাম হোসাইন ( নব চেতনা) ও বিভিন্ন পত্রিকা এবং অনলাইনে কর্মরত তরুন সংবাদকর্মীগন।

উল্লেখ্য যে গত ১৮ মার্চ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে মাসিক অপরাধ বিস্লেষন অনুষ্ঠানে বিগত ২০১৬ সালের আইনশৃংখলার সার্বিক উন্নয়নের কারণে ওসি জাহিদুল হককে এই সম্মাননা পদক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম।