Monday, February 10Welcome khabarica24 Online

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩’র ১১তম বার্ষিক সদস্য সভা সম্পন্ন

pic-1

নিজস্ব প্রতিনিধি ঃ

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩’র ১১তম বার্ষিক সদস্য সভা সম্পন্ন হয়েছে। গতকাল ৭ জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় সীতাকুন্ড উপজেলার শিবপুর এলাকায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সদর দপ্তরে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জুনিয়ার প্রকৌশলী আনোয়ার ও কম্পিউটার অপারেটর বিউটি’র যৌথ সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সভাপতি এএসএম কামাল উদ্দিন। সচিব মোজ্জামেল হক সদস্যদের পরিচিত ঘোষনা করেন। এতে ৪৫৩ জন গ্রাহক সদস্য উপস্থিতি পাঠ করেন সহ-সভাপতি দেলওয়ার হোসেন। চেয়ারম্যানের বানী পাঠ করে শোনান নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান। সভাপতির বানী পাঠ করেন শুনান এএসএম কামাল উদ্দিন। ২০১৫-২০১৬ অর্থ বছরের আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধক্ষ্য মো. মহসিন। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকা পরিচালক আলী আহছান, আমজাদ হোসেন, আক্তারুন নবী, মহিলা পরিচালক গোলশান আরা, ফেরদৌসী রহমান, মেহরাজ বেগম।

পরে আবাসিক গ্রাহক এবং বাণিজ্যিক গ্রাহক সদস্যদের মধ্যে যথা সময়ে বিল পরিশোধ করায় ৬ জনকে পুরস্কৃত করা হয়। বিল পরিশোধ কারী সদস্যদের মধ্যে লাকি কুপন লটারির মাধ্যমে ১৬ জন্যকে পুরস্কার প্রদান করা হয়।