শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চট্টগ্রাম নগর জাপার কমিটি নিয়ে অনিশ্চয়তা

1_16937

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন প্রস্তুতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের প্রস্তাব আটকে আছে কেন্দ্রে। সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা থাকলেও এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কয়েক মাসের মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণেই কেন্দ্রীয় নেতারা এই কমিটির বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন না বলে জানা গেছে। আবার কেউ কেউ বলছেন, শীঘ্রই আহ্বায়ক কমিটির অনুমোদন হচ্ছে। দলের কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট ও নগর সম্মেলর প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেহজাবিন মোরশেদ এমপি বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ কমিটির অনুমোদন নিয়েই ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন করব। তবে দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়েই সম্মেলনের মাধ্যমে এই কমিটি কেন্দ্রে উপহার দিতে চাই। নগর কমিটির সভাপতি দাবি করে দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ বলেন, ‘ছাগল দিয়ে হাল চাষ করা যায় না’, দলের মধ্যে বা কমিটিকে ধরে রাখার মতো যোগ্যতা সম্পন্ন দায়িত্বশীল না থাকে, তাহলে নেতা-কর্মীরা নেতৃত্ব শূন্য হয়ে যাবেন।