সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চট্টগ্রাম নগরীতে আবাসিক হোটেলে তরুণী খুন

নগরীর কোতোয়ালী থানার রেয়াজুদ্দিন বাজার পাখির গলিস্থ একটি আবাসিক হোটেল থেকে জোসনা বেগম (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময়  জাকির আহমেদ (২২) নামে তার  কথিত স্বামীকে আটক করেছে পুলিশ।আজ সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে পুলিশ বিআরটিসি এলাকার পূরবী গলির আল আরাফাত হোটেলের ১০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম উল্লাহ জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জাকির ও জোসনা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আল আরাফাত হোটেলের ১০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন।উদ্ধার হওয়া রক্তমাখা ছুরিভোরের দিকে তাদের কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে হোটেলের কর্মচারীরা সেখানে গিয়ে জোসনা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে।  এ সময়  তার পাশে রক্তাক্ত ছুরি নিয়ে জাকিরকে দেখতে পায়।পরে কর্মচারীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে জাকিরকে আটক  করে এবং জোসনার লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  পাঠায়।এস আই একরাম  আরো বলেন,  হোটেলে জাকির ও  জোসনা স্বামী-স্ত্রী পরিচয় দিলেও আসলে তারা দম্পতি নয়। জাকির  জোসনাকে জবাই করে, হাতে ও পায়ে ছুরিকাঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে খুন করেছে। কেন এ ঘটনা  ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।আটক জাকির কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের  আকতার উদ্দিন ও ফাতেমা বেগমের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।