চট্টগ্রামে শ্রিলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করেছে বাংলাদেশ।
এ.এস.রিপন (চট্টগ্রাম) চট্টগ্রামে শ্রিলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করেছে বাংলাদেশ।এর আগে ঢাকায় সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পর চট্টগ্রামে নিজেদের ড্রিম মাঠে দ্বিতীয় টেস্টে লংকানদের রানের পাহাড়ে ছাপা পড়তে পড়তে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল বাংলাদেশ।চট্টগ্রাম ড্রিম মাঠে মমিনুল হকের ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করে।মমিনুল হক সাত টেস্টে ম্যাচে মধ্যে তিনটি তে সেঞ্চুরি আর তিনটিতে হাফ-সেঞ্চুরি করে সাত ম্যাচে মধ্যে অপরাজিত তিন টি তে বেষ্ট ১৮১।