বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চট্টগ্রামে শুরু হয়েছে মোবাইল এপস ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন প্রশিক্ষণ

খবরিকা প্রতিবেদক: মাত্র ২ মাসের প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ মোবাইল গেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপার তৈরির উদ্যোগ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ৮ হাজার ৭৫০ জন ডেভেলপার এবং ১ হাজার ৫০টি ভিন্ন অ্যাপ্লিকেশন ও গেমস তৈরি জন্য দুই বছর মেয়াদী এই প্রকল্পের অংশ হিসেবে গত ১ জুলাই সারাদেশের সাথে চট্টগ্রামেও শুরু হয়েছে মোবাইল এপস ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন প্রশিক্ষণ। প্রশিক্ষণটি ১ জুলাই থেকে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
সূত্র জানায়, চট্টগ্রামে মোট ৪টি ব্যাচে ১৬০ জন প্রশিক্ষণার্থী মোবাইল এপস ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন প্রশিক্ষণ গ্রহণ করছে। সপ্তাহে ৩ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর চকবাজার থানাধীন ওরাকল আইটি সল্যুশন নামক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ চলছে। চট্টগ্রামে প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন এ এস এম সাকলায়েন।