১৯ দিন পর চট্টগ্রাম মহানগরে সড়কে চলবে চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশনভুক্ত ব্যাটারিচালিত পাঁচ হাজার রিকশা। আজ থেকে সড়কে ব্যাটারি রিকশা চলাচলে বাধা না দিতে উচ্চ আদালত আদেশ দিয়েছেন বলে জানিয়েছে ফেডারেশন। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। ফেডারেশনের সভাপতি সালামত আলী বলেন, আদালতের আদেশের কপি সিএমপি কমিশনার ও সিটি করপোরেশনে পৌঁছে দিয়েছি। আজ থেকে আমাদের ফেডারেশনভুক্ত পাঁচ হাজার ব্যাটারিচালিত রিকশা ক্রমান্বয়ে রাস্তায় নামানো হবে। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় যাত্রীরাই বেশি ভোগান্তির শিকার হয়েছেন। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে রাজপথে আন্দোলনে নেমেছিলাম। সিটি মেয়র, সিএমপি কমিশনার, পুলিশ কমিশনারের (ট্রাফিক) সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। কেউ আমাদের দাবি শুনতে চাননি। তাই অপারগ হয়ে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম। আদালত আমাদের মানবিক আবেদন ও যুক্তিতর্ক শুনে ১১ সেপ্টেম্বর ছয় মাসের জন্য রিকশা চলাচলে বাধা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বলেন, ইতিমধ্যে আদালতের নির্দেশনার কপি পেয়েছি। এখন তো আর আদালতের নির্দেশনা অমান্য করা যাবে না। ফলে ব্যাটারি রিকশা চলাচলে আর বাধা দেওয়ার সুযোগ নেই।