মঙ্গলবার সকালে ওআর নিজাম সড়কে ‘ওয়েল ফুড’ নামে একটি দোকানের সামনের ডাস্টবিনে ব্যান্ডেজ মোড়ানো গোড়ালিটি পাওয়া যায় বলে জানান চকবাজার থানার ওসি আতিক আহামদ চৌধুরী।সকাল ১০ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গোড়ালিটি উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।ওই এলাকায় কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে জানিয়ে তিনি বলেন, “অস্ত্রোপচারের পর কোনো হাসপাতাল থেকে হয়ত গোড়ালিটি ডাস্টবিনে ফেলা হয়েছে।”গোড়ালিটি কোনো নারীর বাম পায়ের হতে পারে বলে ধারণা পুলিশের।