সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চকিত প্রাণ : সিত্তুল মুনা সিদ্দিকা

চকিত প্রাণ অনমনে রয়ে
করছে এপাশ ওপাশ,
স্থিতিজড়তা আচ্ছন্ন থেকে
মেলেনা হিসাব নিকাশ।
সমান্তরালে হাঁটা তনু মনে,
এ কেমন পরবাস?
এরই মাঝে তাপদাহে শ্রান্ত,
অগনিত উৎকন্ঠার প্রশ্বাস,
অগোচরে হানা দেওয়া বালাই
করছে পৃথিবীতে ত্রাস!
প্রলয়ের ঢঙে দেখায় কেবল,
আপন নীতির প্রকাশ!
জানালার কাছে ডাকছে ঐ
স্বাধীন মুক্তো আকাশ,
ছাদ বাগানে ফুলের পাশে
আমাদের মুগ্ধ গৃহবাস।