শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গ্রিক ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলার বিচার শুরু

26896_hm1

গ্রিসের একটি স্ট্রবেরি ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলা চালানোর মামলায় বিচারকাজ শুরু হয়েছে। ওই ফার্মের মালিক ও তার ৩ প্রধান শ্রমিককে দাড় করানো হবে আদালতের কাঠগড়ায়। এ খবর দিয়েছে এপি। গতবছর একদল প্রবাসী বাংলাদেশি শ্রমিক বকেয়া বেতন নিয়ে প্রতিবাদ করলে তাদের ওপর শটগান দিয়ে হামলা চালানো হয়। এলোপাথাড়ি গুলিতে আহত হয় ২৮ জন। এথেন্সের ২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মানোদালা’র নিকটবর্তী এলাকায় ওই গোলাগুলির পর গ্রিসে বিদেশি শ্রমিকদের দূর্দশার বিষয়টি সামনে আসে। উল্লেখ্য, প্রবাসি শ্রমিকরাই গ্রিসের কৃষি খাতের প্রধান কর্মশক্তি। প্রায় দু’শ শ্রমিক তাদের ছয় মাসের বকেয়া বেতদের দাবি জানালে শ্রমিকদের প্রধানদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে ঘটে গোলাগুলির ঘটনা। গতকাল, গ্রিসের দক্ষিণপশ্চিমের বন্দর নগরী পাত্রাসে অভিযুক্ত ৪ গ্রিক নাগরিকের বিচার শুরু হয়। তবে, বাংলাদেশি স্বাক্ষীদের জন্য উপযুক্ত অনুবাদক পাওয়া পর্যন্ত আদালতের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছিল। পরে তা হালকা করে ‘গুরুতর শারীরিক ক্ষতিসাধন’-এর অভিযোগ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মানব পাচার, আগ্নেয়াস্ত্র নিয়ম লঙ্ঘন ও শ্রমিক নিয়োগ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।