জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহকে সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।রাজনীতিবিদ গোলাম মসিহ পেশাদার কূটনীতিক শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এর আগে শহীদুল হককে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।গোলাম মসিহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লন্ডনে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে চাকরি করেন।এছাড়াও তিনি যুক্তরাজ্যে গ্যাস, ফ্যান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। তিনি লন্ডনে থাকাকালীন সময় ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দেন।