বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে আগুন, নিহত ৪

image_85665.agun-04

পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার দুমদিয়া গ্রামে একটি বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে শিশু-বৃদ্ধাসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- হুরিয়া বেগম (৬৫), আমিনুল সরদার (১৪), তামিম ফকির (৭) এবং তমিমা আকতার (৫)। এদের মধ্যে আমিনুল স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে হুরিয়া বেগমের মেয়ের জামাই প্রতিবেশী আজাদ মোল্লা রাতের আঁধারে ঘরে আগুন ধরিয়ে দেন। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত বৃদ্ধা-শিশুসহ একই পরিবারের চারজন মারা যান। রনি আকতার নামে আরেক নারী আহতও হয়েছেন।
নিহত হুরিয়া বেগমের মেয়ে শরীফা বেগম অভিযোগ করেন, পারিবারিক কলহের জের ধরেই তার স্বামী মায়ের ঘরে আগুন দিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত রনি আকতারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।