Saturday, December 14Welcome khabarica24 Online

গোপালগঞ্জে দুই বোনকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত

image_67703.gopalganj map 2

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাকুড়তিয়া গ্রামে দুই বোনকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ। আজ সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের প্রেসক্লাবের সামনে জেলা মহিলা পরিষদ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।কর্মসূচিতে জেলা মহিলা পরিষদের সভাপতি রেশমা আক্তার হাসি, সাধারণ সম্পাদক সুরাইয়া খানম, এ্যাডভোকেট সামচুন্নাহার, জেলা উদীচী সভাপতি মোঃ নাজমুল ইসলামসহ মহিলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার  রাত ২টার দিকে ডিভোর্স দেওয়ায় স্বামী মান্দার মোল্লা পাকুড়তিয়া গ্রামে শশুরবাড়িতে গিয়ে স্ত্রী কুলসুম বেগম (১৮), স্বর্না (৬) ও সাথীর (১২) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে কুলসুম বেগম ও তার আপন ছোট বোন স্বর্না মারা যান। একই ঘটনায় গুরুতর আহত চাচাতো বোন সাথীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উৎস- কালেরকন্ঠ