Saturday, February 8Welcome khabarica24 Online

গুণী চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. জামশেদ আলমের সুস্থতায় দোয়া-মোনাজাত


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার গুণী চিকিৎসক ও শিক্ষাবিদ সাদামনের মানুষখ্যাত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. জামশেদ আলমের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাইনামিক হাসপাতালের হল রুমে দোয়া মোনাজাত পরিচালনা করেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা খুরশিদ আলম।
ডাইনামিক হাসপাতালের পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, হাসপাতাল এসোসিয়েশান কর্মকর্তা বদরুল আলম জোসেফ, ডাইনামিক হাসপাতালের পরিচালক মশিউর রহমান হেলাল, ডা. জান্নাতি আম্বিয়া, ডা. সাইদুর রহমান, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ প্রমুখ। এসময় ডাইনামিক হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম বলেন, প্রফেসর ডাক্তার জামশেদ আলম মীরসরাইয়ের একজন আলোকবর্তিকা। তিনি কর্মজীবনে উপার্জিত অর্থ সমাজের অসহায় মানুষ ও মানবতার কল্যাণে ব্যয় করেছেন। মীরসরাইয়ের শিক্ষা ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। বর্তমানে এই গুণী ব্যক্তি অসুস্থ হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।